রাঙামাটির রাজস্থলীতে দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি বাঙ্গালহালিয়া আগাপাড়া ম্রংখ্য এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্থানীয়রা।
জানা গেছে, পাহাড়ি দুটি আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমা নেতৃত্বাধীন (জেএসএস) প্রায় ৭০ জনের একটি দলের সাথে এমএনপির (মগ পার্টি) দুই ঘণ্টা ধরে প্রায় ১ হাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে। গতকাল সকালে পাহাড়ি এলাকা পেরিয়ে গোপন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ওই এলাকায় অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম বলেন, সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়নের আগাপাড়া ম্রংখ্য পাড়া এলাকায় আঞ্চলিক দুটি দলের মধ্যে বেশ কিছু গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ ইমরান বলেন, গোলাগুলির খবর শুনেছি। তবে হতাহতের কোনো খবর পাইনি।