রাজশাহী থেকে অস্ট্রেলিয়ায় প্রীতম-ফারিণ

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

সম্পর্কে দূরত্বের কারণে মাঝে মাঝে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ, অনেকখানি ক্ষোভ। এ রকম এক লং ডিস্টেন্স রিলেশনশীপের গল্প নিয়েই শিহাব শাহীন নির্মাণ করেছেন সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। যেখানে ১২ জন জনপ্রিয় নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, শিহাব শাহীন রোমান্টিক ঘরনার গল্প বলার ক্ষেত্রে বেশ পটু একজন। খবর বাংলানিউজের।

কাছের মানুষ দূরে থুইয়া’র কিছু শুটিং হয়েছে বাংলাদেশের রাজশাহী আর কিছু অংশ হয়েছে অস্ট্রেলিয়ায়। সিনেমার মূল চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। সদ্য বিবাহিত অভিনেত্রী জানান, সিনেমার গল্পের সঙ্গে নাকি তার জীবনের অনেকখানি মিল রয়েছে।

তিনি বলেন, সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে অনেকখানি মিলে যায়। আমার আর আমার হাসবেন্ডের লং ডিসটেন্স রিলেশন ছিল। তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালো হয়েছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমিন। সে অতীতের সম্পর্কে নিয়ে বেশ ঝামেলায় পরেছিল। তবে ফারহানের সঙ্গে মিট করার পর দারুণ কিছু হয়।

কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমার সঙ্গে কিভাবে যুক্ত হলেন এমন প্রশ্নে প্রীতম হাসান বলেন, শিহাব ভাই (পরিচালক) একদিন হঠাৎ ফোন দিয়ে জানালেন তার কাছে একটা গল্প আছে। তারপর ভাইয়ের সঙ্গে বসে স্ক্রিপ্ট দেখার পর আমি শিওর হয়েছি আমি কাজটা করতে চাই। খুব সুন্দর স্টোরি লাইনের সিনেমা এটা।

পূর্ববর্তী নিবন্ধনজরুল প্রয়াণ দিবসে বিটিভির আয়োজন
পরবর্তী নিবন্ধশাহরুখের বাড়ির সামনে পুলিশি পাহারা