রাজশাহীর বিরুদ্ধে ৩৩৮ রানে এগিয়ে চট্টগ্রাম

হাসান মুরাদের ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৩৩৮ রানে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। হাতে রয়েছে ৬ উইকেট। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ দুর্দান্ত বোলিং করেন। প্রথম ইনিংসে চট্টগ্রামের ৪০১ রানের জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ১ রান করেছিল রাজশাহী। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিন চট্টগ্রামের হাসানের দারুণ বোলিংয়ে ১৯৬ রানে অলআউট হয় রাজশাহী। আগের দিন দুই উইকেট শিকার করা হাসান গতকাল আরও ৪ উইকেট শিকার করেন। ইনিংসে ১৮.৪ ওভার বল করে ৩৯ রানে ৬ উইকেট নেন তিনি। প্রথমে শ্রেনির ক্রিকেটে এই নিয়ে ১৪তমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন হাসান। রাজশাহীর হয়ে অধিনায়ক সাব্বির হোসেন ৫৭ ও সাব্বির রহমান রোমান ৫৪ রান করেন। লোয়ার অর্ডারে ৪১ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। সুযোগ থাকলেও রাজশাহীকে ফলো অন করায়নি চট্টগ্রাম। প্রথম ইনিংস থেকে পাওয়া ২০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৩৩ রান করেছে চট্টগ্রাম। ৫ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৫১ রান করে আউট হন প্রথম ইনিংসে ১২৭ রান করা ওপেনার মাহমুদুল হাসান জয়। আবারও দুই অঙ্কে ছুঁয়ে ফেরেন সাদিকুর রহমান। এবার রানের খাতাই খুলতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হক। শফিকুল ইসলামের বলে তাইজুলের হাতে ক্যাচ দেন তিনি শূন্য রানে। ইয়াসির আলি ২৬ ও ইরফান শুক্কুর ১৮ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ১২৯ রান করেছিলেন ইয়াসির। রাজশাহীর হয়ে ৩ উইকেট নেন শফিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট নেতৃত্বের জন্য লিটনও প্রস্তুত
পরবর্তী নিবন্ধসিরিজে কঠিন চ্যালেঞ্জ দেখতে চান অধিনায়ক লিটন দাস