রাজশাহীতে জয় পেল চট্টগ্রাম

পেসারদের দাপট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগের শেষ দিনে গতকাল ছিল রোমাঞ্চকর শেষের হাতছানি। স্বাগতিক রাজশাহী এবং চট্টগ্রাম উভয় দলই জয়ের সুবাস পাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত তেমন কোনো উত্তেজনা ছড়ায়নি এই ম্যাচে। পেসারদের নৈপুণ্যে স্বাগতিকদের বিপক্ষে সহজেই ম্যাচ জিতে নিয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় স্তরের ম্যাচটিতে শেষ দিনে রাজশাহীর দরকার ছিল ১৩৬ রান। আর চট্টগ্রামের প্রয়োজন ছিল তাদের ৫ উইকেট। পেসার মেহেদি হাসান রানার বোলিং তোপে রাজশাহী মাত্র ৪৭ রান যোগ করে ১৯৪ রানেই গুটিয়ে যায়। ৮৮ রানের জয় পেয়ে প্রথম স্তরে ফেরার অভিযান শুরু করবে এখন মোমিনুল হকের দল।
গতকাল শেষ দিনে ৩ উইকেট তুলে নিয়ে চট্টগ্রামের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি পেসার মেহেদি রানা। রাজশাহীর ২৮৩ রানে জয়ের লক্ষ্যে ভরসা ছিলেন জুনায়েদ সিদ্দিক। সঙ্গীর অভাবে এই টপ অর্ডার ব্যাটসম্যান অপরাজিত থেকে যান ৬৮ রানে। তার ১৬৩ বলের ইনিংসে চার আছে পাঁচটি। জয়ের জন্য জুনায়েদ ও ফরহাদ রেজার জুটির দিকে তাকিয়ে ছিল স্বাগতিক রাজশাহী। কিন্তু এ জুটিকে দ্রুতই থামিয়ে দেন মেহেদি রানা। দিনের চতুর্থ ওভারে বিদায় করেন রেজাকে। পরের ওভারে এলবিডব্লিউ করে দেন প্রিতম কুমারকে। তাইজুল ইসলামকে ইফরান হোসেন বোল্ড করার পর শফিকুল ইসলামকে এলবিডব্লিউ করে জয় নিশ্চিত করে নেন মেহেদি রানা। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পাওয়া আসাদুজ্জামান পায়েল দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামেননি। দ্বিতীয় ইনিংসে মেহেদি হোসেন রানার শিকার ৩৫ রানে চার উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৫৭ রানে সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা হন চট্টগ্রামের এ পেসার।

পূর্ববর্তী নিবন্ধআরও ১২ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে ভারত
পরবর্তী নিবন্ধসিনেমা প্যালেস থেকে ১০ কেজি গাঁজাসহ আটক দুই