রাজশাহীকে হারিয়ে শুভ সূচনা চট্টগ্রামের

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী রাজশাহী বিভাগকে হারিয়ে শুভ সুচনা করেছে চট্টগ্রাম। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত চারদিনের ম্যাচের শেষ দিনে রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। মাত্র ৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় চট্টগ্রামকে পরাজয়ের শংকায় ফেলে দিয়েছিলেন সানজামুল। তবে শেষ পর্যন্ত চট্টগ্রামের তরুন ইয়াসির আলি রাব্বির ব্যাটে ভর করে দারুন এক জয় নিয়ে মাঠ চাড়ে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ১২৯ রান করা ইয়াসির দ্বিতীয় ইনিংসে করেন ৩৯ বলে অপরাজিত ৩৮। আক্রমণাত্মক এই ইনিংস খেলার পথে মারেন দুটি করে ছক্কা ও চার। ম্যাচের শেষ দিনের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন সানজামুল। নাইটওয়াচম্যান নাঈম হাসানকে বিদায় করেন বাঁহাতি এই স্পিনার। পরের ওভারেই ধরেন বড় শিকার। ফিরিয়ে দেন অধিনায়ক মোমিনুল হককে। এক প্রান্ত আগলে রাখা সাদিকুর রহমানকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন সানজামুল। পরে শাহাদাত হোসেনের উইকেট নেন তাইজুল। ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে এরপর পথ দেখান ইয়াসির। ইফরানের কাছ থেকে পান দারুণ সঙ্গ। ইয়াসিরের সঙ্গে ৩০ রানের জুটি গড়া ইফরান অপরাজিত থাকেন এক চারে ৯ রানে। প্রথম ইনিংসে ৯৯ রানে ৫ উইকেট নেওয়া সানজামুল দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। তবে ম্যাচ সেরা হয়েছেন ইয়াসির আলি রাব্বি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্রিমারদের জন্য নতুন মাইক্রোফোন আনলো রেজার
পরবর্তী নিবন্ধস্কুল হকি লিগে মিউনিসিপ্যাল চ্যাম্পিয়ন