রাজশাহীকে হারিয়ে ঢাকা মেট্রোর শুভ সূচনা

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

মাঠে গড়াল জাতীয় ক্রিকেট লিগের টিটোয়েন্টি আসর। প্রথম দিনেই বৃষ্টির কবলে পড়েছে টুর্নামেন্টটি। বৃষ্টির কারণে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয় । বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দিনের অপর ম্যাচটি হয়েছে মাত্র ৫ ওভারের। আর সে ম্যাচে রাজশাহী বিভাগকে হারিয়ে শুভ সূচনা করেছে ঢাকা মেট্রো। দলটির জয় ৭ উইকেটের। রাজশাহীতে খেলা শুরুর কথা ছিল সকাল সাড়ে ৯টায়। বেলুন উড়িয়ে আসরের উদ্বোধন, ট্রফি নিয়ে অধিনায়কদের ফটো সেশন, সবই হয়ে যায়। কিন্তু খেলা শুরুর অপেক্ষা ক্রমে বাড়তেই থাকে। বৃষ্টির কারণে দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ নেমে আসে পাঁচ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী প্রথম দুই ওভারেই হারায় দুই ওপেনারকে। ম্যাচের দ্বিতীয় বলে আবু হায়দারকে উড়িয়ে মেরে ডিপ পয়েন্টে ক্যাচ দেন শান্ত । রানের খাতা খুলতে পারেননি তিনি। পরের ওভারে বিদায় নেন হাবিবুর রহমান সোহান ৩ বলে ২ রান করে। বাঁহাতি স্পিনার আরিফ আহমেদের ওই ওভারে একটি চার মেরে আউট হয়ে যান সাব্বির হোসেনও। শেষ ওভার শুরুর সময় সাব্বিরের রান ছিল ১০ বলে ১২। শহিদুল ইসলামের প্রথম ডেলিভারি ছিল অফ স্টাম্পের বাইরে স্লোয়ার। সাব্বির স্লগ করে উড়িয়ে দেন লং অনের পাশ দিয়ে। পরের বলটি প্রায় একই জায়গায় আবার স্লোয়ার করেন শহিদুল। এবার সাব্বির নান্দনিক শটে উড়িয়ে মারেন এঙট্রা কাভারের ওপর দিয়ে। পরে ওভারের শেষ বলটি স্কয়ার লেগ দিয়ে সীমানা ছাড়া করে ইনিংস শেষ করে অভিজ্ঞ ব্যাটসম্যান। সাব্বির অপরাজিত থাকেন ১৫ বলে ৩৩ রান করে। শেষ ওভারের ঝড়ে রাজশাহী ৫ ওভারে তোলে ৬০ রান। রান তাড়ায় ঢাকা মেট্রো এগিয়ে যায় মাহফিজুলের ব্যাটেই। অধিনায়ক মোহাম্মদ নাঈম শেখ ৭ রান করতে ৮ বল খেলেন। অভিজ্ঞ মাহমুদউল্লাহ প্রথম বলে বাউন্ডারিতে শুরু করলেও আউট হয়ে যান ৪ বলে ৬ রান করে। মাহমুদউল্লাহর পর ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া আবু হায়দারকে ফেরান বাঁহাতি পেসার শফিকুল ইসলাম। তবে মাহফিজুলকে থামাতে পারেননি কেউ। গত মে মাসে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে এই মাঠেই দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ৮৭ রানের ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। এবার ৫ ওভারের দাবিও মেটালেন দারুণ ব্যাটিংয়ে। ইনিংসজুড়ে দলকে টেনে নিয়ে শেষ ওভারের চাওয়াও পূরণ করেন তরুণ ওপেনার। ৭ উইকেটের জয়ে আসর শুরু করে গতবারের রানার্স আপ ঢাকা মেট্রো। ১২ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে অভিষেকেই তিনি ম্যাচের সেরা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি আম্পায়ারদের জন্য স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক ব্যবস্থা গড়তে চান টফেল
পরবর্তী নিবন্ধপরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ক্রীড়া উপদেষ্টার