মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ দিয়ে জিলাপি তৈরি করায় নগরের দুই নম্বর গেট এলাকার রাজবাড়ী রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার ২ নম্বর গেট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। উপ–পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, কাপড়কে ধবধবে সাদা করতে ব্যবহার করা হয় হাইড্রোজ। সুতার কারখানায়ও এ কেমিক্যাল ব্যবহার করা হয়। এটা মানবদেহের জন্য ক্ষতিকর। পাশাপাশি তারা খাবারে কেওড়া জল ব্যবহার করছে। এসব ব্যবহারের অনুমোদন নেই। তাই রাজবাড়ী রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি খোলা ইফতার বিক্রি করায় একই এলাকার জান্নাত রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।