রাজবন বিহারে চীবর দান সম্পন্ন

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৯:৫০ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির রাজবন বিহারে গত শুক্রবার অনুষ্ঠিত হয় কঠিন চীবর দান। রাজবন বিহার মাঠ প্রাঙ্গণে কঠিন চীবর দানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পঞ্চশীল পাঠ করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির। বেইন ঘর উদ্বোধন করেন গৌতম দেওয়ান এবং বেইন তৈরি উদ্বোধন করেন নারী উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা। ব্যারিস্টার । দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাবেক এমপি উষাতন তালুকদার, চাকমা রানী ইয়েন ইয়েন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। পরে বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মাহস্থবিরসহ ভিক্ষু সংঘকে চীবর দানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধবান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত