বিশ্ব সংসার তন্ন তন্ন খুঁজে
আমিও এনেছি
অনেক পদ্মপাতা।
কেবল রাখতে পারিনি
বুকের ভেতর।
অনন্তকাল,
কেবল তাকিয়ে আছি
প্রতীক্ষার প্রহর
শেষ–ই হয় না
আকাশে চাঁদের দিকে তাকাই
অনেক তারাদের দিকে তাকাই
হিমশীতল বায়ু আমায় স্পর্শ করে।
কেবল সে আসে না!
জমাটবাঁধা দুঃখ কেবল
রয়ে যায় অনন্তকাল!