আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা কর্মসূচি নিয়ে রাজপথে নিয়মিত সক্রিয় থাকার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। বিএনপি–জামায়াতের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ সরকার বিরোধী আন্দোলনের নামে যে কোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি শোকের মাস আগস্টের পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় মাঠে নামারও জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে আজ মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য আয়োজনে পৃথক পৃথকভাবে উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। উন্নয়ন শোভাযাত্রায় বর্তমান সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের চিত্র, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞের ব্যানার–ফেস্টুনসহ ব্যান্ডপাটি নিয়ে ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মী শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেবেন বলে জানান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আজকের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রায় লাখো নেতাকর্মীর সমাগম ঘটবে বলে জানিয়েছেন নগর ও জেলার নেতারা।
মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকাল ৩টায় পুরাতন রেল স্টেশন থেকে উন্নয়ন শোভাযাত্রা বের করা হবে। উন্নয়ন শোভাযাত্রায় নগরীর ৪৩ সাংগঠনিক ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সরকারের বিভিন্ন মেগা প্রকল্প, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ ব্যানার–ফেস্টুন এবং ব্যান্ডপার্টি নিয়ে অংশগ্রহণ করার জন্য মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন। নগরীর প্রতিটি ওয়ার্ড থেকে ঢাক ঢোলসহ ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেবে। আমাদের শোভাযাত্রাটি পুরাতন রেল স্টেশন থেকে নিউমার্কেট হয়ে কোতোয়ালী থানার মোড় হয়ে লালদীঘির পাড় সিনেমা প্যালেস হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে বলে জানান নগর আওয়ামী লীগ শফিকুল ইসলাম ফারুক।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকাল ৩টায় ১২২ আন্দরকিল্লা দলীয় কার্যালয় প্রাঙ্গণে শান্তি–উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।
উত্তর জেলা আওয়ামী লীগ : কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকাল ৩টায় দোস্ত বিল্ডিংয়ের নিচ থেকে উন্নয়ন শোভাযাত্রা বের করা হবে। উন্নয়ন শোভাযাত্রায় বর্তমান সরকারের অধীনে বৃহত্তর চট্টগ্রামে বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন বিভিন্ন মেগা প্রকল্পের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি এবং ব্যান্ডপার্টি নিয়ে নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত। তিনি বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এবং সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রাটি নগরীর রাজপথ প্রদক্ষিণ করবে। শোভাযাত্রায় সর্বস্তরের নেতাকর্মীদের অংশ নেয়ার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এবং সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান অনুরোধ জানিয়েছেন।












