রাজনৈতিক সরকার না থাকলে এসব বাড়বে, প্রধান উপদেষ্টাকে বলেছি : ফখরুল

সচিবালয়ে বিশৃঙ্খলার পেছনে নির্বাচন বানচালের চেষ্টা

| বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:৫২ পূর্বাহ্ণ

ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর যে ক্ষোভবিক্ষোভ, সহিংসতার প্রকাশ ঘটেছে, তাকে প্রশাসনিক জটিলতা এবং আইনশৃঙ্খলার সমস্যার ফল হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেখানে তারা দলীয় অবস্থান তুলে ধরেছেন। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় সেজন্য আমরা সেটাই (প্রধান উপদেষ্টাকে) বলেছি, বলেন ফখরুল। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের এক বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপি মহাসচিব। তিনি স্পষ্ট করেই বলেছেন, মাইলস্টোনের বিমান বিধস্ত হওয়ার বিষয়টিকে তারা দুর্ঘটনা হিসেবেই দেখছেন, অন্য কিছু নয়। তবে মঙ্গলবার সচিবালয়ে বিশৃক্সখলার পেছনে রাজনৈতিক সমস্যা এবং নির্বাচন বানচালের চেষ্টা দেখছেন তিনি।

ফখরুলের ভাষায়, ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারে অনভিজ্ঞ লোকরাই সংখ্যায় বেশি; কারো কারো মধ্যে আবার ইগো কাজ করে। তারপরও বিএনপি আগের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। মির্জা ফখরুল বলেন, ক্রাইসিস সৃষ্টি হলে প্রধান উপদেষ্টা আমাদের ডাকেন, আমি যাই। তবে আমি মনে করি, এটা ঘন ঘন হলে আরও ভালো হত, তাহলে হয়ত সমস্যাগুলো তৈরি হত না। আগের দিনের বৈঠকের কারণ নিয়ে তিনি বলেন, গতকাল উদ্ভূত যেটা সমস্যা হয়েছে মূলত মাইলস্টোনে দুইজন উপদেষ্টা এবং প্রেস সচিবকে তারা (শিক্ষার্থীরা) অবরুদ্ধ করে রেখেছিল এবং সচিবালয়ে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে। যেটা আমার কাছে মনে হয়েছে, সকলের কাছে মনে হয়েছে যে, এটা একটা প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচ্যুয়েশন তৈরি হয়েছিল আপনারা দেখেছে সবাই।

রাজনৈতিক প্রতিপক্ষকে কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা বা বাকবিতণ্ডাকে স্বাভাবিক আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র মানে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে, কথা শুনতেও হবে। এছাড়া ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট আছে মন্তব্য করে তিনি বলেছেন, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া।

পূর্ববর্তী নিবন্ধবন্দর এলাকায় অসহনীয় যানজট ও অব্যবস্থাপনা সমাধানের দাবি
পরবর্তী নিবন্ধইসি গঠনে বাছাই কমিটি স্পিকারের নেতৃত্বে, সংলাপে ঐকমত্য