বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণমানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছাতে আসন্ন দাওয়াতী পক্ষে সর্বস্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সর্বপর্যায়ে গুণগত পরিবর্তন চায়। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে দুর্নীতি মুক্ত প্রশাসন ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। যেখানে মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত হবে। ভোটাধিকার প্রয়োগ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারবে। জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকেই আগামী দিনের নতুন ও কাঙ্ক্ষিত বাংলাদেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিবেচনা করছে।
গতকাল বুধবার এলাইট মিলনায়তনে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী নুরুল হোছাইন, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, ডা. আবদুল জলিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।