রাজনৈতিক সংলাপে যোগ দিতে আজ রিয়াদ যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

| সোমবার , ১ জুলাই, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

সৌদি আরবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পলিটিকাল কনসালটেশনে বা রাজনৈতিক সংলাপে যোগ দিতে আজ সোমবার রিয়াদে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আজ রিয়াদে অনুষ্ঠিতব্য সংলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলোচনায় বসবেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

এ সংলাপে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও বাংলাদেশ প্রতিনিধি দলে যোগ দিচ্ছেন। সংলাপে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের বিষয়েও আলোচনা হবে। খবর বাংলানিউজের।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, সৌদি আরব আমাদের বড় উন্নয়ন সহযোগী। সেখানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস করেন এবং দেশে রেমিটেন্স পাঠান। গ্রিন এনার্জি, সৌরশক্তি, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে সৌদির সহযোগিতা রয়েছে। শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য আমরা তাদের বলব।

পাশাপাশি সৌদিরা যেহেতু বিভিন্ন দেশের ব্যাংকে অর্থ রাখেন, আমাদের দেশের ব্যাংকগুলোর অফশোর অ্যাকাউন্টে অর্থ রাখার প্রস্তাব তাদেরকে দিতে পারি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নিয়মানুযায়ী লাভ পাবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে তারা তাদের মুদ্রায় লেনদেন করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধ‘মানিক চৌধুরীর অবদান যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে হবে’
পরবর্তী নিবন্ধএয়ারপোর্ট রোডের উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র