রাজনৈতিক বিভেদে নয়, রাউজানে খুনোখুনি চাঁদাবাজি দখলদারিত্বে : গোলাম আকবর

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:৩১ পূর্বাহ্ণ

রাউজানে খুনোখুনি রাজনৈতিক বিভেদের কারণে নয়, বরং চাঁদাবাজি, দখলদারিত্ব ও বালু ব্যবসার বিরোধে হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর বিডিনিউজের।

রাউজানে সহিংসতার বিষয়ে জানতে চাইলে গোলাম আকবর বলেন, রাউজানের যে সহিংসতা, এটা কিন্তু রাজনৈতিক বিভেদের কারণে হয়নি, বা রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য হয়নি। সম্পূর্ণভাবে চাঁদাবাজি, দখলদারিত্ব, বালু ও মাটির ব্যবসা, ব্রিকফিল্ডে চাঁদাবাজ্তি এসব পরিপ্রেক্ষিতে হয়েছে। এখানে এমন নয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুইটা পক্ষ, এক পক্ষ আধিপত্য বিস্তার করতে গিয়ে আরেক পক্ষকে হামলা করেছে। সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, রাউজানের আপামর জনগণই স্বীকার করে এটা। কোনো রাজনৈতিক আধিপত্যের কারণে খুনাখুনি একেবারেই হয়নি।

গোলাম আকবর খোন্দকার বলেন, চব্বিশের ৫ অগাস্টের পরে প্রায় ১৮ জন মানুষ হত্যা হয়েছে। এরমধ্যে ১৩ থেকে ১৪ জন খুন হয়েছে শুধু চাঁদাবাজি, বালুর ব্যবসা, টাকার ভাগাভাগির কারণে। অন্য কোনো কারণে হয়নি। এটা নিশ্চিত, এ ব্যাপারে কোনো ভুল নাই। এটা দলের কোনো ব্যাপার না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা কেউ দলের হতে পারে না। তারা নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে।

গতকাল যাচাইবাছাই শেষে চট্টগ্রাম(রাউজান) আসনে বিএনপির দুই প্রার্থী গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম আকবর খোন্দকারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। সে হিসেবে দুইজনই মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম আকবর খোন্দকার বলেন, নির্বাচনে সবাই জয় পেতে চায়। সুতরাং নির্বাচনে সহিংসতার সম্ভাবনা থাকতে পারে। প্রশাসনকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যদি সঠিক যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সেই শঙ্কা কম থাকবে বলে আমি মনে করি। কে মাঠ ছাড়বে, কে মাঠ ছাড়বে না, এটা ব্যাপার না। আমি আমার দলের সিদ্ধান্তের প্রতি শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল থাকব। এটাই আমার সিদ্ধান্ত। এসময় গোলাম আকবর খোন্দকারের ছেলে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান তারেক আকবর খোন্দকারও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বলা সমন্বয়ক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজানুয়ারিতে আরও তিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস চলতি সপ্তাহে শীতের যে তীব্রতা এমনই থাকবে