রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা তুলছে ফেইসবুক

| শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিজ্ঞাপনে সাময়িক নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুক। প্ল্যাটফর্মে কয়েক মাস ধরে রাজনৈতিক, ইলেকটোরাল এবং সামাজিক বিজ্ঞাপন বন্ধ রেখেছিলো ফেইসবুক। ৩ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়ানো এবং অপব্যবহার ঠেকাতে এই নিষেধাজ্ঞা দিয়েছিলো প্রতিষ্ঠানটি। ডিসেম্বরেই রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলো গুগল। কিন্তু ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হাঙ্গামার ঘটনার পর পুনঃরায় নিষেধাজ্ঞা দেয় প্রতিষ্ঠানটি। সর্বশেষ গত সপ্তাহে নিষেধাজ্ঞা তুলেছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ডেমোক্রেট এবং রিপাবলিকান ডিজিটাল কৌশলীরা মনে করছেন, এ ধরনের নিষেধাজ্ঞার পরিধি অতিরিক্ত বাড়ানো হয়েছে এবং প্ল্যাটফর্মে ভুয়া তথ্য আটকাতে ব্যর্থ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডেস্কটপ সংস্করণে ভয়েস ও ভিডিও কলিং আনলো হোয়াটসঅ্যাপ
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে টাইগারদের ভাল সম্ভাবনা দেখছেন মাশরাফি