রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে পুলিশ সংস্কার স্থায়ী হবে না

সংস্কার বিষয়ে আলোচনা সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে পুলিশ সংস্কার স্থায়ী হবে না।’ গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা আয়োজিত ‘পুলিশ সংস্কার বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। নগরীর একটি হোটেলে আয়োজিত এ সভায় পুলিশে নিয়োগ, বদলি, বেতনভাতা ও পদোন্নতিসহ নানা বিষয়ে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষার্থী প্রতিনিধিরা অভিমত তুলে ধরেন।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) নেছার উদ্দিন আহমেদ বলেন, পুলিশ জনগণের একটা অংশ। তারপরও আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। কারণ পুলিশের সেবা না হলে চলে না। ১৯৭১ সালের পর থেকে দেশের রাজনীতিবিদরা পুলিশকে কখনও ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়নি’ মন্তব্য করে তিনি বলেন, ২০০৭ সালে পুলিশ আইন সংস্কারের কথা উঠলেও হয়নি। কারণ যারা রাজনীতিবিদ আছে, তারা চান না পুলিশ সংস্কার হোক। কাজেই আমাদের আগে ‘রাজনৈতিক রিফর্ম’ করা দরকার। পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার সময় এসেছে বলে উল্লেখ করে নেছার উদ্দিন আহমেদ বলেন, পুলিশ রাজনৈতিক লেজুড়বৃত্তির বাইরে গিয়ে স্বতন্ত্র কমিশনের অধীনে থাকার বিষয়টি আমরাও চাই।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবিএম আবু নোমান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহজালাল মিশুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আমীর মুহাম্মদ নসরুল্লাহর সঞ্চালনায় সভায় সিএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা, চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাদিকা সুলতানা চৌধুরী, ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা তপন দত্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ইসলামী বিষয়ে জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ অবারিত হয়েছে
পরবর্তী নিবন্ধডা. কামরুন নাহার নেছা-ডা. মাহফুজ- ডা. মান্নান পরিষদের প্রচারণা