রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শিগগিরই

এনসিপির অনুষ্ঠানে সরকারি গাড়ি,যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকায় আসতে পিরোজপুরের ডিসির রিকুইজিশনে বাস দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে এনসিপির আত্মপ্রকাশ ঘটে। সেই অনুষ্ঠানে পিরোজপুর থেকে আসা দলটির সমর্থকদের জন্য সরকারিভাবে বাসের ব্যবস্থাপ করা হয়েছে বলে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে প্রেস সচিব বলেন, পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কয়েকটি বাস রিকু্‌ইজিশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে তারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চান। সেই অনুরোধ এবং এক ধরনের চাহিদার পরিপ্রেক্ষিতে পাঁচটি বাস রিকুইজিশন করাতে সহায়তা করেন ডিসি। বাসগুলোর কোনো ধরনের জ্বালানি খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি দাবি করে ঘটনার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তুলে ধরেন তিনি। একই সঙ্গে এ ধরনের ঘটনা আরও কোথাও ঘটেছে কিনা, তা খতিয়ে দেখার কথাও বলেছেন প্রেস সচিব। খবর বিডিনিউজের।

শফিকুল আলম বলেন, সরকার সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে, এটা আমাদের মূল দায়িত্ব। সব দলের জন্য আমাদের অবস্থান সমান। এ বিষয়ে যা বলা হচ্ছে, তার বেশিরভাগ তথ্য অতিরঞ্জিত।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে চলতি মাসের মধ্যে বিএনপির নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবির বিষয়টিও। তখন প্রেস সচিব বলেন, নির্বাচনী রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি চাচ্ছে হয়ত নির্দিষ্ট দিনক্ষণ। সরকার বার বার বলেছে রাজনৈতিক দলগুলো কম সংস্কারে নির্বাচনে চাইলে চলতি ডিসেম্বরে নির্বাচন। আর যদি আরও বেশি সংস্কারের পরে নির্বাচন চায় তাহলে আরও তিন মাস দেরি হতে পারে। কারণ এপ্রিল থেকে কালবৈশাখী ও বর্ষার মৌসুম শুরু হয়। ওই সময় নির্বাচন উপযুক্ত সময় না। সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শিগগির শুরু হবে বলেও তুলে ধরেন শফিকুল আলম।

রোজায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রেস সচিব। তিনি বলেন, সবার সম্মিলিত প্রয়াসে অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে। ভোজ্যতেলসহ কিছু পণ্যের সরবরাহ বাড়াতে সরকার প্রতিদিন মনিটর করছে। আমরা আশা করছি, যোগান সামনের দিকে আরও বাড়বে। আশা করা যায়, দাম সহনীয় পর্যায়ে থাকবে।

দায়িত্ব নেওয়ার পর থেকে সরকার রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে উদ্যোগ নিয়েছিল তুলে ধরে তিনি বলেন, তথ্য অনুযায়ী বলতে পারি, গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজায় এই দাম সহনীয় পর্যায়ে রাখতে অন্তর্বর্তী সরকার পুরো মনোযোগ রাখবে।

রোজায় ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ যেসব পণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সহনীয় রাখতে ইনটেনসেভলি বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও ট্যারিফ কমিশন কাজ করছে, বলেছেন প্রেস সচিব। বাজারে সয়াবিন তেলের সরবরাহ সংকটের বিষয়ে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, বোতল ও খোলা সয়াবিন তেলের বিষয়টি আমরা তদারকি করছি। আমরা দেখছি, খোলা সয়াবিন তেলের দাম একটু কমতে শুরু করেছে। আশা করছি, সরবরাহ বাড়লে দামটা আরও সহনীয় পর্যায়ে যাবে। এর আগেও দেখেছি বাজার থেকে বোতলের সয়াবিন তেল উধাও হয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এটার সরবরাহ যেন ঠিক পর্যায়ে আসে। সবার জন্য যেন পর্যাপ্ত সরবরাহ থাকে। এছাড়াও রোজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব।

এসময় শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের পদত্যাগ এবং সংস্কৃতি উপদেষ্টার পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, পদত্যাগের বিষয়টি ডিজি মহোদয়ের ব্যক্তিগত বিষয়। কিছু কিছু বিষয়ের ব্যাখ্যা সংস্কৃতি উপদেষ্টা করেছেন। সৈয়দ জামিল আহমেদের ছয় মাস শিল্পকলায় দায়িত্ব পালন করা সরকারের জন্য মর্যাদার। উনি নাট্যাঙ্গনে সেলিব্রেটি। নাটকে দেশকে আরও সমৃদ্ধ করবেন বলে আশা করি।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পাবনার সাঁথিয়ায় গণডাকাতির ঘটনার যে সংবাদ গণমাধ্যমে এসেছে, সেটি অতিরঞ্জিত। এ সংবাদ দেখার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা ইতোমধ্যে সবাইকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবির ‘এ’ ইউনিটে উপস্থিতি ৮৩ শতাংশ
পরবর্তী নিবন্ধথানা থেকে লুট হওয়া রিভলবার নিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২