বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, রক্তঝরা বৈষম্য বিরোধী ছাত্র অধিকার ও জনতার গণঅভ্যুত্থানে গণহত্যাকারী দুঃশাসকের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সূর্যোদয় হয়েছে। ইহা এক নতুন জাগরণের স্বাধীনতা। পতিত গোষ্ঠীর কোনো ষড়যন্ত্র দ্বারা এ বিজয়ের পথচলা ও শান্তি–শৃঙ্খলা যাতে নস্যাৎ না হয় তার জন্য বীর চট্টগ্রামবাসী ও বিএনপিসহ অন্যান্য মুক্তিকামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এস এম ফজলুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, পতিত গোষ্ঠীর ষড়যন্ত্রে দুষ্কৃতিকারীরা কোনো স্থানে ভাঙচুর, লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন না করতে পারে স্ব স্ব এলাকায় ধৈর্য্য ও সহনশীল মনোভাব নিয়ে দলের নেতা–কর্মী ভ্যানগার্ডের দায়িত্ব পালন করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। বিএনপি জনগণের কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী বিধায় জনগগকে সন্তুষ্ট করাই আমাদের মৌলিক দায়িত্ব। তাহলেই অর্জিত বিজয়ের নতুন বাংলাদেশ সকলেই গড়ে তুলতে পারব।