রাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি করলে প্রতিরোধ করার নির্দেশ সিএমপি কমিশনারের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

রাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি করলে পক্ষপাতহীনভাবে তা প্রতিরোধ করার জন্য থানার ওসিদের (অফিসার ইনচার্জ) নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, কারো কোনো দলীয় পরিচয়ে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ ছিনতাইকারী, কিশোর গ্যাং লিডার, চাঁদাবাজদের তালিকা তৈরি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। গতকাল নগরীর দামপাড়া পুলিশ লাইন্স শ্যূটিং ক্লাবে অনুষ্ঠিত নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধ সমন্বিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার হাসিব আজিজ এ কথা বলেন।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিাতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধে সিটিজেন ফোরাম, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বয়ে কর্মপন্থা নির্ধারণ করে নিরলসভাবে কাজ করার জন্য থানা ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট প্রধান এবং সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি নগরীকে একটি সত্যিকারের জনবান্ধব পুলিশিং এর মডেল হিসেবে তৈরি করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) ও মো. হুমায়ুন কবিরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিএমপির বিভিন্ন ইউনিটের প্রতিনিধি এবং চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, সিটিজেনস্‌ ফোরামের নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটিকটকে ছাত্রীদের নিয়ে আপত্তিকর ভিডিও স্কুলছাত্র বহিষ্কার
পরবর্তী নিবন্ধনিখোঁজের দুইদিন পর গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার