রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার প্রস্তাব চাইল সরকার

| শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:০০ পূর্বাহ্ণ

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, তাতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। খবর বিডিনিউজের।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, আমরা দায়িত্ব গ্রহণের সময় থেকে এক মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয়, কী কী কাজ করেছে, সরকার কী কাজ করেছে সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব। বৈঠকে সরকারি ও বেসরকারি খাতে অংশীদারত্ব নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। বলেন, আগে একটা পদ্ধতি ছিল জিওএনজিও কোঅর্ডিনেশন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোঅর্ডিনেশন। সেটাকে আবার রিভাইভ করার সিদ্ধান্ত হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকের কিছুক্ষণ পরই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।

পূর্ববর্তী নিবন্ধদায়িত্ব গ্রহণের পরপরই ছুটিতে পৌর প্রশাসক, সেবা বঞ্চিত পৌরবাসী
পরবর্তী নিবন্ধহাছান মাহমুদ, নওফেল, ফজলে করিম ও নাছিরসহ আসামি ৩১৯ জন