রাজনৈতিক দলগুলোর আত্মজিজ্ঞাসার আহ্বান টিআইবির

| সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দায়িত্বশীলতা, নৈতিকতা ও অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে বলে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, কর্তৃত্ববাদ পতনের পর রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতান্ত্রিক চর্চা ও সংস্কারমূলক কার্যক্রম জোরদার হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, দলীয় আধিপত্য, দখল, চাঁদাবাজি, পদবাণিজ্য ও সহিংস রাজনৈতিক কোন্দল পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে। গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এখনই সময় রাজনৈতিক দলগুলোর আত্মজিজ্ঞাসায় ফিরতে হবে। গণতান্ত্রিক দলীয় সংস্কৃতি, জবাবদিহিমূলক পরিচালনা, নৈতিকতা ও সততার ভিত্তিতে জনমুখী রাজনীতি গড়ে তুলতে হবে। তা না হলে ঐতিহাসিক জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের স্বপ্ন পূরণ হবে না এবং জনগণের হতাশা বাড়বে। খবর বাসসের।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নতুন বাংলাদেশের’ স্বপ্ন বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক আত্মজিজ্ঞাসার মাধ্যমে মৌলিক পরিবর্তনের পথে হাঁটতে হবে। পাশাপাশি পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দুর্বৃত্তায়নমুক্ত একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায়, নতুন রাজনীতির সঙ্গে পতিত কর্তৃত্ববাদের পার্থক্য করা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, ‘এবার আমাদের পালা’ ধরনের মানসিকতা রাজনৈতিক দলগুলোর একাংশকে দুর্বৃত্তায়নের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে জনগণের প্রত্যাশিত ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ এবং গণতান্ত্রিক ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠার লক্ষ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তিনি বলেন, গত এক বছরে রাজনৈতিক দলগুলোর অনেক নেতাকর্মীর আচরণে পূর্বতন কর্তৃত্ববাদী শাসনের অসুস্থ চর্চার প্রতিফলন দেখা যাচ্ছে। এ অবস্থায় জনগণের কাছে পুরোনো অসুস্থ সংস্কৃতির ধারাবাহিকতার বার্তা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২
পরবর্তী নিবন্ধইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার