ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর অযাচিত বাকযুদ্ধ ক্রমাগত রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। নির্বাচন পূর্ব মুহূর্তে হামলা– মামলা রাজনৈতিক সংকট তৈরি করবে। নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে মোমিন রোডে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধক ছিলেন ভাইস চেয়ারম্যান এডভোকেট আবু নাছের তালুকদার। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন। বক্তব্য রাখেন, স ম হামেদ হোসাইন, এ এস এম কাউসার, ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, এস এম আব্দুল করিম তারেক। বক্তব্য রাখেন, খান এ সবুর, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যাপক মাওলানা ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ নুরুল আমিন, অধ্যক্ষ ছৈয়দ আবু ছালেহ, আব্দুর রহমান মান্না, আলম রাজু, অধ্যাপক ছৈয়দ ইলিয়াছ সিকদার, ছৈয়দ মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, মাস্টার আনোয়ারুল আজিম, এস এম, হাসান মাসুদ মেম্বার, মোহাম্মদ শাহেদ আলী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা শহিদুল হক ফারুকী, স ম শওকত আজিজ, লোকমান হাকিম মেম্বার, মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, ডাঃ হাসমত আলী তাহেরী, অধ্যাপক শহিদ উল্লাহ সাদা, মোহাম্মদ শহিদুল্লাহ, খ ম জামাল উদ্দীন, আহমদ রেজা, মোহাম্মদ ফরিদুল হক, তাওহিদ মুরাদ সুমন, রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












