রাজনৈতিক কর্মসূচিতে বাধা সহিংসতা বাড়াবে : জিএম কাদের

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হলে সামনের দিকে দেশ বড় ধরনের সহিংসতার দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জিএম কাদের। এমন পরিস্থিতি তৈরি হলে তা আগামী নির্বাচনের জন্য অশনি সংকেত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় এই উপনেতা। খবর বিডিনিউজের।
গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দলের এক কর্মীকে দেখে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে আমরা বাধাগ্রস্ত হচ্ছি বিভিন্ন জায়গায়। আমাদের লোকজন গতকাল (বৃহস্পতিবার) গাজীপুরে মিটিং করতে গিয়েছিল। সেখানে দুইটা জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাদেরকে করতে দেয়নি। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছিলাম, শান্তিপূর্ণভাবে আমাদের মতামত ব্যক্ত করতে চেয়েছিলাম। সেখানেও যদি বাধাপ্রাপ্ত হই তাহলে দেশের স্বাভাবিক পরিস্থিতি কোথায় থাকবে? স্বাভাবিক রাজনীতি কোথায় থাকবে?
জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে মন্তব্য করে তিনি বলেন, এভাবে স্বাভাবিক রাজনীতিকে যদি আমরা পথরুদ্ধ করে দেই তাহলে সামনের দিকে দেশ একটা বড় ধরনের সহিংসতার দিকে যাবে বলে আমি আশঙ্কা করছি এবং এটা আগামী নির্বাচনের জন্য অশনি সংকেত। অর্থাৎ জোরজবরদস্তি নির্বাচন করা হবে এই ধরনের মেসেজ আমরা সরকারি দল থেকে পাচ্ছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। সেখানে সহিংসতাতে আমরা বিশ্বাস করি না।
জিএম কাদের বলেন, আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিতে হবে, সভা-সমাবেশের স্বাধীনতা দিতে হবে, বিক্ষোভ প্রদর্শনের স্বাধীনতা দিতে হবে-সেসব জায়গায় যদি আমরা বাধাগ্রস্ত হই তাহলে তো এখানে কোনোরকম সাধারণ রাজনীতি চলতে পারে না। সেখানে সহিংস রাজনীতির জায়গায় সহিংস রাজনীতি আসবে, সেখানে স্বাভাবিক রাজনীতি হয়ত শেষ পর্যন্ত বিদায় নেবে। যেটা আমাদের জন্য অত্যন্ত বড় দুর্যোগ আশঙ্কা সৃষ্টি করেছে।
এসময়ে জাপার কেন্দ্রীয় নেতা আবু তৈয়ব, মাহমুদ আলম, দীন ইসলাম শেখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর সংবর্ধনা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধকে মরলো-বাঁচলো তাতে সরকারের দায়বদ্ধতা নেই : টুকু