রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পর্যালোচনা করা হবে

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক সরকারের মত ‘উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প’ আর থাকবে না; রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন নির্বাচনি এলাকায় যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলোও পর্যালোচনা করা হবে।

গতকাল সোমবার আগারগাঁওয়ের এনইসি ভবনে পরিকল্পনা কমিশন ও মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি এখন অনেক বেশি। আমাদের খরচ কমাতে হবে। রাজনৈতিক সরকারের আমলে অনেক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প থাকে, এখন এসব থাকবে না। খবর বিডিনিউজের।

অন্তর্বর্তীকালীন সরকার জিডিপি বাড়ানোর তুলনায় কর্মসংস্থান তৈরিতে বেশি জোর দিচ্ছে জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অনেক ক্ষেত্রেই সংস্কার জরুরি হয়ে পড়েছে। বিদেশ থেকে যে ঋণ পাওয়ার কথা, তার বড় অংশ এখনও ছাড় করানো যাচ্ছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার তাই ব্যয় সংকোচনের পথে হাঁটবে বলে জানান তিনি।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে উপদেষ্টা বলেন, অনেক প্রকল্পের নকশায় বড় ধরনের বিশৃঙ্খলা আছে। কম খরচে প্রকল্প শেষ করার সুযোগ থাকলেও মূল্যায়ন ও দক্ষতার অভাবে ব্যয় বেড়েছে, যা কাম্য ছিল না। যে কমপ্লেঙ তৈরি হল, অবকাঠামো তৈরি হল, সেটার কোনো জনবল নেই। বছরের পর বছর পড়ে আছে। নতুন যাতে আর কোনো প্রকল্প এভাবে না হয় সেটার দিকে দৃষ্টি দিতে হবে। আর যে প্রকল্পগুলো হয়ে গেছে, কিছু বরাদ্দ দিয়ে সেগুলো জনগণের জন্য চালু করা যায় কিনা, সেটাও দেখার কথা বলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধদারুল হুদা দরবারে গেয়ারভী শরীফ মাহফিল
পরবর্তী নিবন্ধচুনতিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ