রাজনীতি হোক মানবতার

এম. আবুল ফয়েজ মামুন | সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

স্বাধীনতার পরবর্তী বিভিন্ন সময়ে অনেক রাজনৈতিক সংকটের মুখে পড়েছে দশ। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আবার তার উত্তরণও ঘটেছে। কিন্তু দুঃখজনক হলো প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ সম্ভব হয়নি। সাম্প্রতিক রাজনীতির বাইরে এক অশুভ তৎপরতা শুরু হয়েছে। ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে বিভেদ তৈরির তৎপরতা সাধারণ মানুষকে আতংকগ্রস্ত করে তুলেছে। আবার বিভিন্ন সময় নির্বাচনী সহিংসতাও সাধারণ মানুষকে আতংকগ্রস্ত করে তুলেছে। সাম্প্রতিক দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত হয়েছে ৭ জন। আহতও শতাধিক। চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন নির্বাচনী সহিংসতায় এপর্যন্ত ৯২ জন প্রাণ হারিয়েছে। এই সহিংসতা কোনোভাবে কাম্য নয়। একটা মানুষের জীবনের চেয়ে রাজনীতি কখনো বড় হতে পারে না। মানুষের জন্যইতো রাজনীতি। এইটুকু পরিষ্কার যে রাজনীতির মধ্যে আমাদের থাকতে হবে, ব্যবচ্ছেদ অসম্ভব। এই পৃথিবীতে এমন কাউকে পাওয়া যাবে না যে এমন রাজনীতির মধ্যে থাকতে চাই, যেই রাজনীতির জন্য তার জীবন বলি দিতে হয়। আমরা এখন এমন একটি রাজনীতির মধ্যে আছি যেখানে জীবন বলি দেওয়াটা খুব স্বাভাবিক। একটা রাজনৈতিক আদর্শিক ঐক্য, একটা স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো এবং আইনের শাসন প্রতিষ্ঠাই একটি মানবিক, সুন্দর অহিংস সমাজব্যবস্থা উপহার দিতে পারে। আমাদের এখন প্রয়োজন আত্মশুদ্ধি। আমাদের মাঝে ফিরে আসুক শুভবুদ্ধি, হিংসা-বিদ্বেষ, দলাদলি ভুলে হয়ে উঠি মানবিক।
লেখক : সাহিত্যকর্মী

পূর্ববর্তী নিবন্ধশালীন ও শৃঙ্খলিত পরিবেশে হোক র‌্যাগ ডে
পরবর্তী নিবন্ধসন্তান আমার, আদর্শ আপনার!