৩১ দফা রূপরেখার পক্ষে লোহাগাড়ায় বিএনপির কর্মী সমাবেশ গত শনিবার পুটিবিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুল আনোয়ার, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবু সেলিম, দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, আবু সাঈদ টিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, শাহ আলম, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবুল হাশেম, অ্যাডভোকেট এহেছানুল হক, মোস্তফিজুর রহমান, মাহবুবুর রহমান, নুরুল আলম, মো. ইসমাঈল, নাছির উদ্দিন, মমতাজুর রহমান ও আনোয়ারুল হক প্রমুখ। বক্তারা বলেন, রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে, যা বিএনপি রাজনীতির মূলমন্ত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে সমৃদ্ধ দেশ গঠনে আজীবন কাজ করে গেছেন।এখনো বিএনপি সেই পথেই হাঁটছে। ৩১ দফা সংস্কার প্রস্তাবের পক্ষে জনমত গঠন করে বিএনপি ইতিমধ্যে দেশের মানুষের জনমত তৈরি করতে সক্ষম হয়েছে।