রাজনীতি এখন একটি মহলের কাছে কুক্ষিগত

মহানগর ইসলামিক ফ্রন্টের কাউন্সিলে অধ্যক্ষ ফরিদ

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১০:২৫ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, সমাজের পশ্চাৎপদ, অবহেলিত তথা আর্ত মানবতার কল্যাণসাধন রাজনীতির মূল প্রতিপাদ্য হলেও ভিন্ন চেহারায় দৃশ্যমান বর্তমান রাজনীতি। রাজনীতি এখন একটি মহলের কাছে কুক্ষিগত। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মহানগর ইসলামিক ফ্রন্টের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন- মোহাম্মদ রফিক কোম্পানি।
সভাপতিত্ব করেন নগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর। বিশেষ ছিলেন- স ম হামেদ হোসাইন, মাওলানা জসিম উদ্দিন তৈয়বী। মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হলিমের পরিচালনায় সম্মেলনে-শুভেচ্ছা বক্তব্য দেন-এম মহিউল আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের এসি প্রদান
পরবর্তী নিবন্ধপৃথিবী যত বেশি আধুনিক হবে ততবেশি প্রাসঙ্গিক হবেন বঙ্গবন্ধু