কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা লায়ন কমর উদ্দিন আহমদ গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়–স্বজন রেখে যান। তাঁর প্রথম নামাজে জানাজা আজ বুধবার সকাল ১০টায় ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মাদ্রাসা প্রাঙ্গণে ও দ্বিতীয় নামাজে জানাজা চকরিয়াস্থ তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। লায়ন কমর উদ্দিন চট্টগ্রাম একাডেমির পরিচালক সৈয়দা রিফাত আকতার নিশুর জীবনসঙ্গী। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












