রাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী আজ

| রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রামের সম্ভ্রাান্ত পরিবারের সন্তান, স্বচ্ছ রাজনীতিবিদ, বরেণ্য আওয়ামী লীগ নেতা এবং কূটনীতিক আতাউর রহমান খান কায়সারের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ। দেশপ্রেমিক কায়সার ২০১০ সালের ২৮ আগস্ট সাংগঠনিক দায়িত্ব পালনে কক্সবাজার যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। ২০১০ সালের ৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জননেতা আতাউর রহমান খান কায়সার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রামের চন্দনপুরাস্থ বংশাল বাড়ির পারিবারিক কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।
মরহুম জননেতা আতাউর রহমান খান কায়সারের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা মাসব্যাপী দোয়া মাহফিল, দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার জ্যেষ্ঠ কন্যা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহটপটের ভেতর ১৪ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার, মামলা ও চক্রান্ত করে আর দাবিয়ে রাখা যাবে না