রাজনীতিবিদের উজ্জ্বল উদাহরণ আফছারুল আমীন : মেয়র

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

জনসেবার মাধ্যমে রাজনীতিতে দৃঢ় অবস্থান তৈরির ক্ষেত্রে ডা. আফছারুল আমীন এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

গতকাল শনিবার পি এইচ আমীন একাডেমি প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজিত মরহুম ডা. মো. আফছারুল আমীনের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চিকিৎসাসেবা দিয়ে আফছারুল আমীন মানুষের মন জয় করে নেন এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। তিনি আমৃত্যু হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। অর্থ নয়, মানবসেবাই মূখ্য ছিল আফছারুল আমীনের কাছে। জনসেবার মাধ্যমে রাজনীতিতে দৃঢ় অবস্থান তৈরির ক্ষেত্রে তিনি এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন, পথ দেখাবেন চট্টগ্রামের আওয়ামীলীগের ভবিষ্যৎ নেতৃত্বকে।

অহিদুল আমীনের সভাপতিত্বে এবং কাউন্সিলর মো. ইলিয়াছের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম১০ আসনের সংসদীয় উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। উপস্থিত ছিলেন কাউন্সিলর নূরুল আমীন, ওয়াসিম উদ্দিন চৌধুরী, এরশাদুল আমীন, এস,এম,জাহিদ চৌধুরী, মাহবুবুল হক মিয়া, ডা. শাহ আলম,ডা. মাহিদ বিন আমীন, আবুল কালাম আবু, ফয়সাল আমীন,নুরুল আফছার চৌধুরী ,সুলতান আহমেদ চৌধুরী ,আশফাকুল আলম আশফাক,আনোয়ারুল হক জসিম, এস,এম,এরশাদ উল্লাহ, শেখ মোহম্মদ আবদুল মান্নান,আফগানি বাবু,সাইমন রিয়াদ,মাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার পতনে ৩৬ রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণা অচিরেই
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী