বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও রাজনীতিতে নারীর অংশগ্রহণ পর্যাপ্ত নয়। কোনো দলই এখন পর্যন্ত সকল কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে গত বুধবার রেস্টুরেন্টে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘নারীর সমঅধিকার : উন্নয়নের জন্য হোক নারীর প্রতি বিনিয়োগ’ শীর্ষক মতবিনিময় সভায় দলে নারী নেতৃত্ব আরও এগিয়ে নিতে আলাদা করে দলীয় অথবা রাষ্ট্রীয় তহবিল বরাদ্দের দাবি জানিয়েছেন বক্তারা।
তামান্না আহমেদ বহ্নির সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, মো. সদরুল আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাজমা সুলতানা নুপুর। মাল্টিপার্টি কার্যক্রম উপস্থাপনা করেন মো. জসিম উদ্দিন চৌধুরী। কর্মশালার দলীয় কার্যক্রম পরিচালনা করেন মোহাম্মদ ওবায়দুর রহমান। সমাপনী পর্বে বক্তব্য দেন, নঈমউদ্দিন আহমদ চৌধুরী, প্রদীপ কুমার দাশ, মো. কে এম আবছার উদ্দিন রণী, জেসমিন সুলতানা পারু, ডেইজি মউদুদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, এম এ হাশেম রাজু, উত্তর মহিলা আওয়ামী লীগের রোমানা নাসরিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আকতার চৌধুরী, জাপার সভাপতি সুলতানা রহমান, জেসমিনা খানম, মেহেরুন নেছা নারগিস, জান্নাতুল নাইম চৌধুরী রিকু, জেবুন্নেসা চৌধুরী জেসী। সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ হাসান চৌধুরী রনি। প্রেস বিজ্ঞপ্তি।












