রাজনীতিতে নাম লেখালেন মাহি

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৫১ পূর্বাহ্ণ

রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। এ খবর জানিয়েছেন মাহি নিজেই। গত বুধবার রাতে নায়িকা ফেসবুকে দুটি কাগজের ছবি পোস্ট করেন। যেটা মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাড। সেখানে একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যটিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি। খবর বাংলানিউজের।

সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাহি। তার ভাষ্য ‘আলহামদুলিল্লাহ। এদিকে গতকাল বৃহস্পতিবার ছিল মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদই নয়, স্বামী রকিব সরকারের পক্ষ থেকে বিশাল সারপ্রাইজও পেয়েছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে স্বামীর পক্ষ থেকে ছিল জমকালো বার্থডে পার্টি।

এছাড়া বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য প্রিয়তমাকে উপহার দিয়েছেন তিনি। যা পেয়ে আপ্লুত নায়িকা। ১৯৯৩ সালের আজকের এই দিনে রাজশাহীতে জন্ম মাহিয়া মাহির। তার আসল নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান তিনি। এরপর তাকে একাধিক সফল সিনেমায় দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর গল্পে সিনেমা প্রযোজনায় ধোনি!
পরবর্তী নিবন্ধশুক্রবার ক্লাসরুম মাতাবেন ‘দামাল’ টিম