চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির পরিচিতি সভা ও ইফতার মাহফিল গতকাল শনিবার নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী। পার্টির এ প্রেসিডিয়াম সদস্য তার বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির যে অবদান আছে তা আওয়ামী লীগ–বিএনপি কোনো রাজনৈতিক দলের নেই। সারাদেশের মহকুমাগুলোকে জেলায় রূপান্তর, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসক জাতীয় পার্টির সরকার সৃষ্টি করেছে।
সারাদেশের প্রান্তিক মানুষ এখনো সেই সেবা পাচ্ছে। এ দেশের মানুষের কল্যাণে জাতীয় পার্টি রাজনীতি করে। বর্তমান সরকারও টানা তিনবার ক্ষমতায় আছে জাতীয় পার্টিকে ব্যবহার করে। জেলা জাপার আহ্বায়ক নুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস ছত্তার রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জাপার আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, বিশেষ অতিথি ছিলেন জাপা ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ জ ম অলিউল্লাহ চৌধুরী মাসুদ, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম ফজু, আমান উল্লাহ আমান, আব্দুর রব চৌধুরী টিপু, অধ্যাপক নুরুল বশর সুজন, নাছির সিদ্দিকী, নুরুল ইসলাম কমিশনার, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, মোহাম্মদ মিয়া চৌধুরী, জসিম উদ্দীন সিকদার, এডভোকেট লিটন গুহ, বোরহান উদ্দীন ফারুকী, সোনা মিয়া, মোহাম্মদ সালেম, এডভোকেট ফিরোজ, হান্নান চৌধুরী, আলী আকবর চেয়ারম্যান প্রমুখ। সভা শেষে দক্ষিণ জেলা জাতীয় পার্টির আওতাধীন প্রত্যেক উপজেলা ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটি করে প্রত্যেক উপজেলা ও পৌরসভায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।