রাজনীতিক ও শ্রমিক নেতা আহসান উল্লাহর জীবনাবসান

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সভাপতি আহসান উল্লাহ চৌধুরী (৮৯) মারা গেছেন। তিনি একাধারে ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা ছিলেন। গত শুক্রবার রাত সোয়া ৯টায় মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনার্দনপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গতকাল শনিবার আহসান উল্লাহ চৌধুরীর মরদেহ নগরীর হাজারী লেনে সিপিবি কার্যালয়ে আনা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন পর্বে জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও গেরিলা যোদ্ধা বালাগাত উল্লাহ। এরপর মরদেহ নেয়া হয় নিজ গ্রামে। রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর পর দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

আহসান উল্লাহ চৌধুরী মৃত্যুতে সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, অমল কান্তি নাথ ও উদয়ন নাগ, বাসদ (মার্কসবাদী) ও চট্টগ্রাম জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদ, উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ ও সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত, জেলা যুব ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু দে ও সাধারণ সম্পাদক শুভ দেবনাথ শোক প্রকাশ করেছেন। আহসান উল্লাহ চৌধুরীর জন্ম ১৯৩৬ সালের ২৬ জানুয়ারি। ১৯৫৭ সালে চট্টগ্রাম বন্দরে চাকরিতে যোগ দেন। ১৯৫৯ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন। এরপর থেকে প্রায় অর্ধশত বছর তিনি সক্রিয়ভাবে বিপ্লবী ধারার শ্রমিক রাজনীতি করেছেন। তার নেতৃত্বে চট্টগ্রামে গঠন করা হয়েছিল বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদান রাখেন। তিনি ১৯৬৯ সালে কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য, ১৯৭২ সালে সহসম্পাদক, ১৯৮০ সালে চট্টগ্রাম নগর কমিটির সম্পাদক এবং পরে চট্টগ্রাম নগর ও উত্তর জেলা নিয়ে চট্টগ্রাম জেলা কমিটি হলে তিনি সম্পাদক নির্বাচিত হন। ১৯৮০ সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ১৯৮৬ সালে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৩ নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধডিজিটাল ব্যাংক চায় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো