রাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের তাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষজনকে বিতাড়িত করার ও অপরাধীদের কারাগারে ঢোকানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।

যদিও শহরটির মেয়র দাবি করেছেন, বর্তমানে সেখানে অপরাধ বৃদ্ধির কোনো রেকর্ড নেই। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ট্রাম্পের পরিকল্পনার বিস্তারিত পরিষ্কার না হলেও প্রশাসন ওয়াশিংটনে কয়েকশ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। সমপ্রতি যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের প্রতিবাদ নিয়ন্ত্রণের জন্য স্থানীয় কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও ট্রাম্প এই বিতর্কিত কৌশল ব্যবহার করেছিলেন, জানিয়েছে রয়টার্স। ওই কর্মকর্তা জানান, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কতোজন সেনা মোতায়েন করা হবে আর তাদের ভূমিকা কী হবে তা এখনও নির্ধারিত হয়নি।

ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যের ক্ষেত্রে সাধারণত গভর্নররা সিদ্ধান্ত নেন কখন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করবেন।

পূর্ববর্তী নিবন্ধগাজা নিয়ে ট্রাম্প রিভিয়েরা পরিকল্পনায় টনি ব্লেয়ারের প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধদিল্লিতে বিক্ষোভ মিছিল থেকে আটক রাহুল, প্রিয়াঙ্কা