রাজধানীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে রাজধানীর নিচু এলাকাগুলোতে হাঁটু থেকে কোমর পানি জমে গেছে। সড়কেও পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মগবাজার, তেজগাঁও, বিজয়নগর, রোকেয়া সরণির তালতলা থেকে মিরপুর–১০ পর্যন্ত এলাকায় পানি জমে গেছে। এছাড়াও, শেওড়াপাড়া, কাজীপাড়ার আবাসিক এলাকার নিচু গলিতে গলিতে পানি জমে গেছে। ফার্মগেট কলমিলতা বাজার পানিতে ডুবে যাওয়ার উপক্রম। কারওয়ান বাজারে সড়কেও পানি জমে গেছে। খবর বাংলানিউজের।
এছাড়া মিরপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ৯টার পর কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আজ শুক্রবারও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমে যান চলাচল ব্যাহত হয়। গতকাল রাত ১১টার দিকে রাজধানীর বেগম রোকেয়া সরণিতে কয়েকশ গাড়ি আটকা পড়ে। এর আধা ঘণ্টা আগেই বৃষ্টির পানিতে ডুবে গেছে গ্রিন রোড এলাকা। রাত সোয়া ১০টার দিকে ওই সড়কে বহু গাড়ি আটকে থাকতে দেখা যায়। জলমগ্ন সড়কে আটকা পড়ে দীর্ঘক্ষণ কাটাতে হয়েছে অনেককে। রাত সাড়ে ১০টার দিকে নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল এলাকার সড়কেও পানি জমতে দেখা যায়।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি নিষ্কাশনে বিলম্ব হচ্ছে। এছাড়া বৃষ্টির কারণে রাজধানীর মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়াও, পানি জমে যাওয়ায় বিভিন্ন এলাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে প্রবল বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে ডুবে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, অনেক গাছপালাও উপড়ে পড়েছে।