রাঙ্গুনীয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.শাহজাহান সিকদারের সমর্থনে পৌরসভা এলাকায় গত মঙ্গলবার বিকেলে গণসংযোগ করেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য দিলোয়ারা ইউসুফ। এসময় তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা করেন। এতে উপস্থিত ছিলেন জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী,রাঙ্গুনীয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পলাশী মুৎসুদ্দী,সাধারণ সম্পাদক নিলুফা আকতার, শীলা চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।