রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৪৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ গত মঙ্গলবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. . . সামশুদ্দিন ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আরমান হোসেন, কলেজ গভর্ণিংবডির মাউশি সদস্য প্রকৌশলী মো.নাসির উদ্দিন নসু, শামীম হোসেন, নাসির উদ্দিন, আব্দুর রহমান, নারায়ন পালিত প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রতন কুমার তুরী। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ূম, সহকারী অধ্যাপক খায়েজ আহমদ, সহকারী অধ্যাপক রোকন উদ্দিন, মো. নাসির উদ্দিন, পারমিতা বড়ুয়া, শীলাদাশ গুপ্তা, শামীম হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক সুজন সাহা। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন রুবাইয়েত হোসেন এবং সাবরিনা আকতার। শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন শিক্ষার্থী মো. আল আমিন, রিয়া পালিত এবং কলেজের সহকারী অধ্যাপক পারমিতা বড়ুয়া। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্রশিক্ষকঅভিভাবকদের সম্মিলিত প্রয়াস ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানই ঠিকভাবে এগিয়ে যেতে পারেনা। তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভালো ফলাফল অর্জনে সবাইকে সচেষ্ট হতে হবে। সমাবেশে প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধস্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি : চবি উপাচার্য