কঠোর লকডাউনে কাজ হারানো নিম্ন আয়ের মানুষের সাহাযার্থে এগিয়ে এলো রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংগঠনের উদ্যোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় গরিব, অসহায় ও নিম্ন আয়ের অর্ধশতাধিক মানুষের মাঝে বিশেষ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চবির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাসান বাবলু ও অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।