রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদযাপিত হলো রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে অনুষ্ঠিত হয় পরিষদের প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘চাঁদের হাসি’র মোড়ক উন্মোচন ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গত বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান।

পরিষদের সিনিয়র সহসভাপতি কবি পারভীন আকতারের সভাপতিত্বে ও সহসভাপতি এম মোরশেদ আলম ও সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ।

প্রধান আলোচক ছিলেন মো. মজিবুর রহমান। আলোচনায় অংশ নেন ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের লিডার মো. জাহেদুর রহমান, ইউসুফ মাস্টার, রাঙ্গুনিয়া প্রেসক্লাব সভাপতি ইলিয়াছ তালুকদার, আব্বাস হোসাইন আফতাব, নুরুল আবছার চৌধুরী, কবি আলী আজগর, আবু নাসের, নাছিমা আকতার, মাস্টার মোহাম্মদ সেলিম, অর্পণ বড়ুয়া, নোমান জাবিদ তালুকদার, গীতিকার আজাদ শাহ, মোহাম্মদ ইকবাল, বেলাল হোসেন, রাসেল আহমেদ, তুহিন, সানজিদা আকতার লিজা, জেসি আকতার, সায়মা আলম, রবিউল মোস্তফা মুন্না, জুয়েলসহ আরও অনেকে।

পূর্ববর্তী নিবন্ধকাল পদত্যাগ করবেন গন্ডামারার চেয়ারম্যান লেয়াকত আলী
পরবর্তী নিবন্ধসরোজ কান্তি রক্ষিত