রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আমিনুর রহমান ও কলেজের দাতা সদস্য উকিল আহমদের মৃত্যুতে স্মরণসভা শিক্ষক পরিষদ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ.কে.এম. সুজা উদ্দীন। শোক সভা সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ।
শোক সভার শুরুতে মাহাম্মদ আমিনুর রহমান ও উকিল আহমদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সহসভাপতি সৈয়দ মো. নাসিম উদ্দীন, এন.কে.এম শাহারিয়ার, রাজিয়া সুলতানা, মনোজিত কুমার ধর, আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, হোমায়রা রওশন, জীনাত জাহান, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. মহসীন, মো. নাছির উদ্দীন সিকদার, বিশ্বজিৎ রায় চৌধুরী, প্রণয় কুমার বড়ুয়া ও কর্মচারী পরিষদের সম্পাদক আবদুল মান্নান পাটওয়ারী।