রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে যুবলীগের এক মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা এসএম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী শামশুদ্দোহা সিকদার আরজু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা অনুপ বড়ুয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, হাজী বাদশা আলম, বি কে লিটন চৌধুরী, পারভেজ হোসেন, আজিজুল ইসলাম, বেলাল হোসেন, জরিপ আলী, আওয়ামী নেত্রী দিলু আকতার, রনজিত বড়ুয়া, আশীষ বড়ুয়া, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দীপংকর বড়ুয়া কাঞ্চন, ছাত্রলীগ নেতা সোহেল চৌধুরী, মো. জাবেদ, মো. মিনহাজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।