রাঙ্গুনিয়া ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:৪৩ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের নবনির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশের অন্যান্য ভূমি অফিসের সাথে একযোগে এই ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিষোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করেন। উদ্বোধনকালে রাঙ্গুনিয়া প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও ইফতেখার ইউনুস, সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী রিয়াদুন নবী, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইদ্রিচ আজগর, জাহেদুর রহমান তালুকদার, মুজিবুল হক হিরু, আকতার হোসেন খান, খাইরুল বশর মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা প্রমুখ। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর রাঙ্গুনিয়ায় ফলক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআব্দুর রহমান ভূইয়া স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধউদীচীর প্রতিবাদী সমাবেশে ঝুমন দাসের মুক্তি দাবি