রাঙ্গুনিয়া বেতাগী দরবার শরিফে ওরশ মাহফিল

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশিন পীরে তরিকত শাহসুফি আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মজিআ) বলেছেন, আল্লামা শাহসূফি হাফেজ বজলুর রহমান (রহ.) দ্বীন, সুন্নিয়ত ও তরিকতের ময়দানে আমাদের অফুরন্ত প্রেরণার উৎস। দ্বীন ও সুন্নিয়তের খেদমত এবং মানবকল্যাণই ছিল তাঁদের ধ্যান-জ্ঞান। বর্তমান আত্মকেন্দ্রিক স্বার্থমুখী প্রবণতা থেকে বেরিয়ে এসে অলি বুজুর্গের অনুসৃত পরকল্যাণ ও পরার্থপরতার নীতিকেই গ্রহণ করতে হবে। এতেই মানব জীবনের সার্থকতা নিহিত। আল্লামা হাফেজ বজলুর রহমান (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ও তাঁর পিতা হযরত শাহসূফি রাহাত আলী শাহ (রহ.) ১১১তম ওরশ মাহফিলে সভাপতির বক্তব্যে আল্লামা আশরফ শাহ এ কথা বলেন। গত ১৯ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া বেতাগীস্থ দরবার শরিফে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ আমিনুল হক আলকাদেরী। এতে অতিথি ও আলোচক ছিলেন আল্লামা শাহ আলম নঈমী, আল্লামা তৈয়ব আলী, আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আমিন, আল্লামা মোখতার আহমদ, আল্লামা ইলিয়াছ নুরী, এ. এফ. মোহাম্মদুর রহমান, শাহজাদা দোস্ত মুহাম্মদ কবির, শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ, শাহজাদা আহসান উল্লাহ শাহচাঁন্দ, শাহজাদা ওবায়দুর রহমান পেটান শাহ, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, শাহজাদা সৈয়দ মুহম্মদ গোলাম সরওয়ার, শাহজাদা গোলাম আলী, মফিজুল ইসলাম সিকদার, রেজাউল করিম বাবর, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা সৈয়দ সরওয়ার আজম, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা হাফিজুর রহমান ফারুক প্রমুখ। বহু ভক্ত জনতা ওরশ মাহফিলে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সিমেন্ট বোঝাই ট্রলি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ