রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের বিশেষ সভা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতি, পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, জেলা পরিষদের সাবেক সদস্য কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, নজরুল কাদের চেয়ারম্যান, হালিম আব্দুল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপলি জমে অকেজো ১১ বছর বর্ষায় পাঁচ বছর চাষাবাদ বন্ধ
পরবর্তী নিবন্ধহজ্বযাত্রী কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা