রাঙ্গুনিয়া পৌরসভার ১ নং সংরক্ষিত আসনের (১, ২ ও ৩ নং ওয়ার্ড) উপনির্বাচন আজ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে কেন্দ্রে থাকবেন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। এছাড়া একজন ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেটও মাঠ পর্যায়ে টহলে থাকবেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলম জানান, পৌরসভার ১ নং সংরক্ষিত আসনের ৩টি ওয়ার্ডের মোট ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। যেখানে মোট ভোটার রয়েছেন ৮ হাজার ৩২৮ জন। উল্লেখ্য গত ৫ অক্টোবর এই আসনের সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তার ইন্তেকাল করেছেন।