আগামী ১০ সেপ্টেম্বর পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত শুক্রবার উপজেলা পূজা উপযাপন পরিষদের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পংকজ কুমার চৌধুরী।
সাধারণ সম্পাদক সুপায়ন সুশীলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিজন দাশ গুপ্ত, শৈবাল চক্রবর্তী, ডা. নিপন পাল, ডা. রূপন শীল, সমীরণ দত্ত, শুভ শীল, টিপলু নাথ, বাদল কান্তি নাথ, শাপলু সাহা, মাস্টার পরেশ সাহা, শিপন সাহা, সুমন কান্তি দে, নিবারণ দাশ, পরিমল দাশ, দেবাশীষ পাল দেবু, টিস্যু দেব, মানিক রাজ, মাস্টার কাজল বিন্দু বণিক, মিল্টন চৌধুরী, কাঞ্চন দাশ, সমীর চক্রবর্তী সাগর, মানিক কান্তি দাশ, ছোটন নাথ, তুষার পাল, রূপন শীল, অনিক দে, রয়েল নন্দী, অনুজিৎ দে, পলাশ বিশ্বাস, শিমুল দাশ প্রমুখ। সম্মেলন সফল করতে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন পরিচালনা কমিটি গঠন করা হয়।