রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর রুকুনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার বার্ষিক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলার মনোনীত প্রার্থী ডা.এটিএম রেজাউল করিম। তিনি বলেন, আমাদের সমাজে ন্যায়, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শক্তিগুলোর ঐক্য আজ সময়ের দাবি।
রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও সড়ক যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পাশাপাশি সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয় দূরীকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর হাসান মুরাদ, নায়েবে আমীর শওকত হোসেনসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ। শেষে ডা. এটিএম রেজাউল করিম সভায় সকলের সাথে কুশল বিনিময় করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।












