রাঙ্গুনিয়া ও সাতকানিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া ও সাতকানিয়ায় মাছ বাজারে ফরমালিন বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলিযুক্ত চিংড়ি মাছ ও কারেন্ট জাল জব্দ করা হয়। রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, গতকাল বিকালে উপজেলার রোয়াজারহাট বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। এ সময় জড়িত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী এই অভিযান চালিয়েছেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) পীযুষ প্রভাকরসহ থানার পুলিশ সদস্যবৃন্দ। সাতকানিয়া প্রতিনিধি জানান, সাতকানিয়ায় বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি ও কারেন্ট জাল বিক্রি করায় ৬ দোকানদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলিযুক্ত ১৪ কেজি চিংড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল উপজেলার কেরানীহাটে চিংড়িতে বিষাক্ত জেলি পাওয়ায় এবং কাঞ্চনার জোটপুকুরিয়া বাজারে কারেন্ট জাল বিক্রি করায় এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এ সময় সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধরিকশা চালকদের মাঝে নাসির উদ্দিন ফাউন্ডেশনের রেইনকোট বিতরণ