রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল। পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিমের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, পার্কভিউ হাসপাতালের পক্ষে সিরাজুল করিম বিপ্লব, জাহেদুল ইসলাম, নিজাম উদ্দীন, দিদার মাহমুদ অনিক, রাজ্জাকুল হায়দার, মো. আবু, আরিফুল ইসলাম প্রমুখ। এই অভিযানে অংশ নেন পার্কভিউ হাসপাতালের হাইজকিপিং টিমের ৩৫ জন সদস্য।ডা. এটিএম রেজাউল করিম জানান, স্বাস্থ্যসেবার জন্য পার্কভিউ হাসপাতাল যেমন পরিস্কার-পরিচ্ছন্ন তেমনি অন্যান্য হাসপাতালও যেন পরিচ্ছন্ন থাকে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার প্রধান লক্ষ্য হওয়া উচিৎ পরিস্কার পরিচ্ছন্নতা। যা রোগীর মানসিক বিকাশে এবং সুস্থতা অর্জনে খুবই জরুরী। পার্কভিউ হসপিটালের এই আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।